3:58 pm , August 22, 2023

বিশেষ প্রতিবেদক ॥ নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যর্থতা ছাড়াও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর পদত্যাগ দাবী করেছে বাসদ ও ইজিবাইক শ্রমিক সংগঠন। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশে এ দাবি করা হয়। জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় জরুরী পদক্ষেপ গ্রহণ, পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের চার দফা দাবী নিয়ে নগরীতে মানববন্ধন, র্যালি ও বিক্ষোভ সমাবেশ করে বাসদ। এ সময় বক্তারা আরো বলেন, প্রাচ্যের ভেনিস হিসেবে খ্যাত নগরীর ২৪টি খাল দীর্ঘদিন ধরে পুনরুদ্ধার ও পুন.খনন না হওয়ায় নগরীতে জলাবদ্ধতা বাড়ছে এবং নগরীর পরিবেশ বিনষ্ট হচ্ছে। জলাবদ্ধতার কারণে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। আগস্ট মাসে বরিশালে রেকর্ড পরিমাণ জলাবদ্ধতা হয়েছে এবং এ পর্যন্ত হাসপাতালে সাড়ে ৬ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যা যেকোন সময়ের চেয়ে বেশি।
বক্তারা জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের দাবি জানান এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনসহ ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলার দাবি জানান। একইসাথে বক্তারা ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ব্যর্থ মেয়রের পদত্যাগ দাবি করেন।
এ সময় বাসদ সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের চাবিকাঠি হিসেবে প্রতিভাত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে এই গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্ত সরকার এ প্রতিশ্রুতি ভঙ্গ করে ও গণদাবি উপেক্ষা করে গত ২১ মে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকোর সাথে ভোলার গ্যাস ঢাকা, আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংহসহ অন্যত্র সরবরাহের জন্য ১০ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুন্নত দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বপ্নকে বহুগুণ পিছিয়ে দেবে। তিনি অবিলম্বে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বৃষ্টির ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি পেশ করে। অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক মানিক হাওলাদার, বাসদ উজিরপুর উপজেলা শাখার সংগঠক মঞ্জুর মোর্শেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবািক সংগ্রাম পরিষদ ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।