3:52 pm , August 22, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যার কারনে সংকট দেখা দিয়েছে স্যালাইনের। তবে সরকারী হাসপাতাল গুলোতে স্যালাইনের সংকট নেই জানিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সরকারী হাসপাতালে সংকট নেই। স্যালাইন শুধু ডেঙ্গু আক্রান্তদের জন্যই নয়, অন্য রোগীদের জন্য স্যালাইন প্রয়োজন। তাই চাহিদা বাড়ায় বাজারে সংকট থাকতে পারে। পরিচালক বলেন, গত দুই মাসে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় এক বৃদ্ধা ও এক তরুনীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা ৩০ জনে উন্নীত হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা পুষ্প ম-ল (৬১) ও তরুনী সুপ্তির (২১) মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। বর্তমানে বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জেলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১১ হাজার ৬৪৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৫৯ জন। এখন পর্যন্ত মারা যাওয়া রোগীদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন, বরগুনা হাসপাতালে ৩ জন, পিরোজপুরের হাসপাতালে ২ জন এবং ভোলায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।