4:01 pm , August 21, 2023

মো. পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ উপজেলায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার ১৯তম দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলার ঘটনা ঘটনো হয়েছিল। ইতিহাসের পাতায় বর্বর ঘটনা রচনাকারী পাকিস্তানের প্রেতাত্মাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। তিনি আরো বলেন, বিদেশে যেসকল অপরাধী পালিয়ে আছেন তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনা হোক। তিনি আরও বলেন আমাদের আইভি রহমান সহ আরও অনেককে যারা হত্যা করেছে সেই সব জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমানকে আইনের মাধ্যমে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদ- অতিসত্তর কার্যকর করা হোক। এই আহবান ব্যক্ত করেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ ও ১৪ টি ইউপি চেয়ারম্যান গন ও পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।