4:01 pm , August 21, 2023
হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় দুই দিনে চোরাই ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার ও সোমবার এ অভিযান করা হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযানে তিনজন চোরকেও আটক করা হয়েছে।
হিজলা থানার ওসি মো. জুবায়ের জানান, রোববার উপজেলার ধুলখোলা এলাকার বোবা রতনের বাড়ি থেকে তিনটি ও সোমবার গৌরবদী একতা বাজার সংলগ্ন কালাম বেপারীর বাড়ী থেকে আরো ৬টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির অভিযোগে তিন চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।