হিজলায় ৯টি চোরাই গরুসহ আটক ৩ হিজলায় ৯টি চোরাই গরুসহ আটক ৩ - ajkerparibartan.com
হিজলায় ৯টি চোরাই গরুসহ আটক ৩

4:01 pm , August 21, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় দুই দিনে চোরাই ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার ও সোমবার এ অভিযান করা হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযানে তিনজন চোরকেও আটক করা হয়েছে।
হিজলা থানার ওসি মো. জুবায়ের জানান, রোববার উপজেলার ধুলখোলা এলাকার বোবা রতনের বাড়ি থেকে তিনটি ও সোমবার গৌরবদী একতা বাজার সংলগ্ন কালাম বেপারীর বাড়ী থেকে আরো ৬টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির অভিযোগে তিন চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT