আগৈলঝাড়ায় পরকিয়া প্রেম করতে গিয়ে আটক মুদি ব্যবসায়ীর মুক্তি মুচলেকায় আগৈলঝাড়ায় পরকিয়া প্রেম করতে গিয়ে আটক মুদি ব্যবসায়ীর মুক্তি মুচলেকায় - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় পরকিয়া প্রেম করতে গিয়ে আটক মুদি ব্যবসায়ীর মুক্তি মুচলেকায়

4:01 pm , August 21, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় পরকিয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা খেলেন এক মুদি ব্যবসায়ী। পরে ইউপি সদস্যের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ওই ব্যবসায়ী। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের যাদব পান্ডের ছেলে বাজারের মুদি ব্যবসায়ী এক সস্তানের জনক মৃদুল পান্ডে প্রতিবেশি দুই সন্তানের জননীর সাথে রোববার গভীর রাতে দেখা করতে যায়। স্থানীয়রা উভয়কে হাতেনাতে ধরে ফেলে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মৃদুল পান্ডেকে গনধোলাই দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য দীপংকর ঘটক মৃদুল পান্ডের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে। এ ধরনের ঘটনায় অভিযুক্তকে থানায় না দিয়ে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত মৃদুল পান্ডের মোবাইল ফোন বন্ধ পাওয়া তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য দীপংকর ঘটক সাংবাদিকদের বলেন, পরকিয়া করার সময় স্থানীয়রা ধরে আমার কাছে নিয়ে আসে। আমি মৃদুল পান্ডের কাছ থেকে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT