3:58 pm , August 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল ফোন সেট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার সকালে এপিবিএন অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন মোবাইল ফোনসেট হস্তান্তর করেন। ১১ জনের মধ্যে সাংবাদিক রেদোয়ান রানার মোবাইল সেট উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়েছে। রেদওয়ান রানা বলেন, গত ৮ জুলাই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালথেকে মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় জিডি করেন। এপিবিএন পুলিশ কর্মকর্তারা ফোন সেট ঝালকাঠি থেকে উদ্ধার করেছে। এবিএন অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন বলেন, আগের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে। যে কোনো ধরনের অপরাধ দমন ও মানুষের আইনি সেবা প্রদানে সর্বদা সোচ্চার রয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে চলতি মাসে ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর,যশোর ঝালকাঠি,বরিশাল সদর এলাকা সহ মোট ১১ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।