3:57 pm , August 21, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিশ^ জাকের মঞ্জিলের পীর হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরীর (কুঃ ছেঃ আঃ) আরবী বর্ষপঞ্জী অনুযায়ী মহাপবিত্র ফাতেহা শরিফের কার্যক্রম বুধবার মাগরিব নামাজ থেকে শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার খাজাবাবা ফরিদপুরীর (কুঃ ছেঃ আঃ) আরবী বর্ষপঞ্জী অনুযায়ী ওফাত দিবস। ২০০০ সালের ৩০ এপ্রিল দিবাগত রাতে বিশ^ জাকের মঞ্জিলের পীর হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব ওফাত লাভ করেন। পীরের এ মৃত্যু দিবস উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিলে মহাপবিত্র ফাতেহা শরিফের কার্যক্রম শুরু হবে । এ উপলক্ষে দেশ বিদেশের বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানবৃন্দ ইতোমধ্যে বিশ^ জাকের মঞ্জিলে সমবেত হতে শুরু করেছেন। এ উপলক্ষে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাস কাফেলার আয়োজন করা হয়েছে।