বানারীপাড়ায় স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করায় অভিযুক্ত স্বামী গ্রেফতার বানারীপাড়ায় স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করায় অভিযুক্ত স্বামী গ্রেফতার - ajkerparibartan.com
বানারীপাড়ায় স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

3:56 pm , August 21, 2023

সাইদুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়ায় পআরবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুরে দুই সন্তানের জননী কারিমা বেগমকে (২৬) প্রথমে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে খালের পানিতে চুবিয়ে হত্যা করে স্বামী আব্দুল ছালাম হাওলাদার (৪২)। ছালাম উপজেলার গাভা গ্রামের আজিজ হাওলাদারের পুত্র। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমা’কে উদ্ধার ও স্বামী আ: ছালামকে আটক করে পুলিশ। নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
এ বিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর ( তদন্ত) মুমিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করে এবং নিহত কারিমার লাশ উদ্ধার করেছেন। কারিমার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পোস্টমর্টেমে পাঠানো ও হত্যা মামলা দায়েরের প্র¯ুÍতি চলছে বলেও তিনি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT