পূজা এবং ভোট সামনে রেখে আইন-শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে -বিভাগীয় কমিশনার পূজা এবং ভোট সামনে রেখে আইন-শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে -বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
পূজা এবং ভোট সামনে রেখে আইন-শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে -বিভাগীয় কমিশনার

3:54 pm , August 21, 2023

পিআইডি ॥ আসন্ন দুর্গাপূজা এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আইন শৃঙ্খলা সুন্দর ও সুষ্ঠু রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সোমবার তাঁর সম্মেলনকক্ষে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি বক্তৃতায় এসব কথা বলেন। সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক এবং র‌্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপিসহ বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানরা অংশ নেন। সভায় বিভিন্ন আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়: দুর্গাপূজার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুষ্টুচক্র সম্প্রীতি নষ্টে প্রচারনা চালাতে না পারে। চলমান এইচএসসি পরীক্ষা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করা যায়। ইলিশের ভরা মৌসুমে জেলেরা নদী-সাগরে গিয়ে যেন নিরাপদে ফিরে আসতে পারে। পদ্মাসেতু চালু হওয়ার পর বরিশাল অঞ্চলে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সড়কে রুট পারমিট বিহীন যানবাহন চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। পণ্যমূল্য যাতে আর বৃদ্ধি না পায় সেলক্ষ্যে বাজার তদারকি আরও রাখতে হবে। অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট যেন সুবিধা নিতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে ‘বিভাগীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের মাসিক সভা’ এবং ‘তথ্য অধিকার বাস্তবায়নে পরিবীক্ষণ বিভাগীয় কমিটির সভা’ অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT