জাতীয় শোক দিবস উপলক্ষে ববি’র অফিসার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উপলক্ষে ববি’র অফিসার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
জাতীয় শোক দিবস উপলক্ষে ববি’র অফিসার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

3:53 pm , August 21, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন ও রেজিস্ট্রার সুপ্রভাত হালদার। অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ তানজীন হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রক্টর ড. খোরশেদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স. ম. ইমানুল হাকিম, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক হুমায়ুন কবীর, বরিশাল বিশ^বিদ্যালয় সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দীপু রানী ভৌমিক, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি শাহাজাদা খান এবং গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি আরিফ সিকদার। সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ অফিসার্স এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT