মুলাদীতে নগদ পরিবেশকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও ব্যবস্থাপক মুলাদীতে নগদ পরিবেশকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও ব্যবস্থাপক - ajkerparibartan.com
মুলাদীতে নগদ পরিবেশকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও ব্যবস্থাপক

3:53 pm , August 21, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে মোবাইল ব্যাংকিং নগদ’র তিন থানার পরিবেশকের ব্যবস্থাপক পঞ্চাশ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার বিকেলে মুলাদী থানায় ব্যবস্থাপকসহ তার পরিবারের ৬ সদস্যকে আসামী করে অভিযোগ দিয়েছেন পরিবেশক। মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। উধাও ব্যবস্থাপক লিমন খান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের আবদুল মন্নান খানের ছেলে। বরিশালের মুলাদী, হিজলা ও কাজীরহাট থানার পরিবেশক মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ছিলেন লিমন। পরিবেশক জিহাদ দেওয়ান বাদী হয়ে নামধারী ৬ জন ও অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামী করে অভিযোগ দিয়েছেন। নামধারীরা হলো- লিমন খান, তার বাবা আবদুল মন্নান খান, মা তাহমিনা বেগম, স্ত্রী তাসলিমা দোলা, শ্যালক বুলবুল ও নাজমুল। বাদী জিহাদের ভাই আজিম দেওয়ান বলেন, তাদের প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে গত দুই বছর ধরে দায়িত্ব পালন করতো লিমন। প্রতিদিনের হিসেব সন্ধ্যায় বুঝিয়ে দিতো। কিন্তু রোববার সন্ধ্যার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ। তখন খোঁজ নিয়ে জানতে পারি ইসলামী ব্যাংকের মুলাদী শাখা থেকে ভাই জিহাদের স্বাক্ষর জাল করে ৯ লাখ উত্তোলনসহ ৫০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকা নিয়ে উধাও হয়েছে। আজিম আরো জানান, লিমন পূবালী ব্যাংকের মুলাদী শাখার ব্যবস্থাপকের কাছ থেকেও ৫৫ লাখ টাকা নিয়ে গেছে। প্রথমে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান তাদের দোষারোপ করেন। পরে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। পূবালী ব্যাংকের ব্যবস্থাপকের কাছ থেকে নেয়া টাকার বিষয়টি তারা দেখবেন বলে জানিয়েছেন। আজিম বলেন, তাই তাদের প্রতিষ্ঠানের ৫০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ করা হয়েছে থানায়। এ বিষয়ে পূবালী ব্যাংকের মুলাদী শাখার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, ৫৫ লাখ নয় তাদের কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন। এ বিষয়ে লিমন খানের বাবা আবদুল মন্নান খান ও স্ত্রী দোলা জানিয়েছেন, তারা কিছু জানেন না। লিমন কোথায় আছে তাও বলতে পারেন না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT