শোকসভায় জাহিদ ফারুকের মনোনয়ন চাইলেন খোকন সেরনিয়াবাত শোকসভায় জাহিদ ফারুকের মনোনয়ন চাইলেন খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
শোকসভায় জাহিদ ফারুকের মনোনয়ন চাইলেন খোকন সেরনিয়াবাত

3:52 pm , August 21, 2023

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত
বিশেষ প্রতিবেদক ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দোয়া মোনাজাতে আবারো সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের মনোনয়ন চাইলেন খোকন সেরনিয়াবাত। এই সংসদ সদস্যের মনোনয়ন চাই- উল্লেখ করেন তিনি। একই সময় দুজনে ঐক্যবদ্ধ ভাবে বরিশালের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান অতিথি বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এবং প্রধান বক্তা বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সোমবার বিকালে বরিশাল জিলা স্কুল সংলগ্ন খোকন সেরনিয়াবাত এর নির্বাচনী কার্যালয়ে মহানগর যুবলীগ আয়োজিত এই দোয়া মোনাজাত ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার নিন্দা জানিয়ে জাহিদ ফারুক বলেন, আপনারা জানেন, খোকন সেরনিয়াবাত ১৫ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছেন। বরিশালবাসীর উন্নয়নের জন্যই হয়তো খোকন সেরনিয়াবাত সেদিন বেঁচে গিয়েছিলেন। ১৫ আগস্ট যেভাবে স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল একইভাবে ২১ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে। সেদিন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভী রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। শত শত নেতাকর্মী আহত হয়েছেন। ঐ ঘটনা যারা ঘটিয়েছিল তারাই আজ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন যত সামনে চলে এসেছে। দেশি বিদেশি ষড়যন্ত্র ততই বাড়তে শুরু করেছে। বিদেশিরা বাংলাদেশের উন্নয়ন দেখতে চায়না। আর শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন আটকানো যাবে না এটা তারা বুঝে গেছে। তাই বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্থ করতে তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে বদ্ধ পরিকর হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে। যাকেই মনোনয়ন দেয়া হোক, তার জন্য কাজ করতে হবে। বরিশালের উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে। বরিশাল ৫ আসনে যাকেই মনোনয়ন দেয়া হোক তাকে জয়ী করতে না পারলে শেখ হাসিনার জয় হবে না। ফলে বরিশালের উন্নয়নও আটকে যাবে। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা খোকন সেরনিয়াবাতকে যেভাবে জয়ী করেছি, একইভাবে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। এর আগে প্রধান বক্তা খোকন সেরনিয়াবাতও প্রায় একই কথা বলেন। প্রধান বক্তা বলেন, আগস্ট মাস জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট স্ব পরিবারে জাতির জনককে হত্যা করা হয়েছে। আমাদের পরিবারের অনেককে হত্যা করা হয়েছে। আমিও গুলিবিদ্ধ হয়েছি। একইভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ১৫ই আগস্টে যেভাবে আল্লাহ তাকে রক্ষা করেছেন, একইভাবে ২১ আগস্টও তাকে রক্ষা করেন আল্লাহ। তাই আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আজ শেখ হাসিনা না থাকলে এই আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। বাংলাদেশের কি অবস্থা হতো তা আল্লাহ ভালো জানেন। খোকন সেরনিয়াবাত বলেন, ১২ জুন আমাকে বরিশালের মেয়র নির্বাচিত করেছেন বরিশালবাসী। আমি এই শোকের মাসে আবারো ওয়াদা করছি আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবো। এই শহরকে উন্নয়ন করতে হলে সৎ ও বন্ধু ভাবাপন্ন একজন স্থানীয় সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন হবে। এই জন্য আমরা আশা করবো এখানে এমন একজন সংসদ সদস্য মনোনয়ন পাবেন, যার কোনো দূর্নাম নেই। তাই আমরা আমাদের এই সংসদ সদস্যকে পুনরায় চাইবো। আমাদের সকল সমর্থন তার জন্য। খোকন সেরনিয়াবাত আরো বলেন, আমার নির্বাচন পরিচালনা কমিটিতে যারা ছিলেন, তারাই জাতীয় নির্বাচনে আমাদের পাশে থাকবেন এবং আওয়ামী লীগের মনোনয়ন যে পাবে তাকে জয়ী করতে কাজ করবেন বলে আমি আশা করছি। ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন সিকদার এর সঞ্চালনায় এবং বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, রেজাউল হক হারুন, এ্যাড. আনিস উদ্দীন আহম্মেদ শহীদ, এ্যাড. লস্কর নুরুল হক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএম মেজবাহ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় যুবলীগ নেতা অসীম দেওয়ান ছাড়াও বরিশাল মহানগরীর ৩০ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT