যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২ - ajkerparibartan.com
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

3:51 pm , August 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ চট্রগ্রাম থেকে ইয়াবা নিয়ে নগরীতে এসে ধরা পড়েছে দুই মাদক বিক্রেতা। সোমবার তাদের নগরী থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক দুই মাদক বিক্রেতা হলো- নগরীর ৫ নং ওয়ার্ড বেলতলা এলাকার মন্নান খলিফার ছেলে মোঃ হেলাল হোসেন (২৫) ও নগরীর ৬ নং ওয়ার্ড চরমোনাই ট্রলার ঘাট এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে সন্টু খান (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চৌমাথা নতুল্লাবাদ টু রুপাতলীগামি মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্রগ্রাম থেকে বরিশালগামী হাসানস ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে একটি প্যাকেটে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক মাদক কারবারিরা চট্টগ্রাম থেকে মাদক নিয়ে বরিশালে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT