দৌলতখানে সড়কে ধ্বস সংস্কারে বাঁশ-খুঁটিতেই ভরসা দৌলতখানে সড়কে ধ্বস সংস্কারে বাঁশ-খুঁটিতেই ভরসা - ajkerparibartan.com
দৌলতখানে সড়কে ধ্বস সংস্কারে বাঁশ-খুঁটিতেই ভরসা

4:15 pm , August 20, 2023

এমএ তাহের, দৌলতখান ॥ চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহের টানা কয়েকদিনের প্রবল বর্ষণে দৌলতখান-বাংলা বাজার সড়কের ব্যাপক ক্ষতি হয়। এ সময় মৃধারহাট ব্রিজ সংলগ্ন চর খলিফা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সড়কের একটি অংশ গভীর পুকুরে ধ্বসে পড়ে এবং সড়কের মাঝ বরাবর ফাটল দেখা দেয়। এ পরিস্থিতিতে এই স্থান দিয়ে স্বাভাবিক যান চলাচল হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে গাছ, বাঁশ, কাঠ এবং মাটি দিয়ে পুকুরে ফাটল অংশে পাইলিং করে সড়কে যান চলাচল সচল রাখার চেষ্টা করছেন সড়ক ও জনপদ বিভাগ। রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে সড়কের মাঝে ফাটল এবং পুকুরে ধসে যাওয়া সড়কের সংস্কার কাজ চলছে। মাটি আর বালু দিয়ে ভরাট করা হয়েছে সড়কের ধসে যাওয়া ও ফাটলের অংশ। এই রুটে চলাচলকারী বাস ও ট্রাকচালকদের অভিযোগ, অনেকদিন অতিবাহিত হলেও স্থায়ী কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ । ফলে প্রতিদিন তারা ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। তারা আরো জানান, সামনে ব্রিজ থাকায় এখানে একটি বাস দাঁড়িয়ে অন্য বাসকে যাওয়ার সুযোগ করে দিতে হয়। বলতে গেলে সড়কের এক পাশ ধসে যাওয়ার কারনে বাকি অংশে একটি গাড়ি চলাচল করাই কঠিন। যার ফলে যে কোন সময় ঘটে যেতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা। ভোলা জেলা বাস মালিক সমিতির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কটি স্থায়ীভাবে সংস্কার না করে বাঁশ-খুঁটি এবং কাঠ দিয়ে সংস্কার করাটা কতটা যুক্তিযুক্ত আমার বোধগম্য নয় । বাঁশ, খুঁটি-বাগা দিয়ে ধস ঠেকানো সড়কে বোঝাইকৃত বাস, ট্রাক বা লরি চলাচলে ঝুকি বাড়বে। তিনি অতিদ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানান।
দৌলতখান সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি কলেজ প্রভাষক রিয়াজ বলেন, খুঁটি দিয়ে সড়কের ধস টিকিয়ে রাখার চেষ্টা যেন শাক দিয়ে মাছ ঢাকার মতো। ভোলা, বাংলা বাজার, দৌলতখানের যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধস ঠেকাতে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা উচিত।
ভোলা সড়ক ও জনপদ বিভাগের একজন কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের দৃষ্টিতে আসার পরপরই আমরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। আপাতত খুঁটি এবং বল্লি দিয়ে ধস ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে নির্দেশনা সাপেক্ষে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি ।
তবে সড়কে চলাচলকারী বাস, ট্রাক, লড়ি সহ সকল পরিবহনের চালক এবং এলাকাবাসী ধসে যাওয়ার সড়কটির স্থায়ী সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT