শৃঙ্খলা ফেরাতে এখন নিয়মতান্ত্রিকভাবে পারমিট প্রদান করা হচ্ছে শৃঙ্খলা ফেরাতে এখন নিয়মতান্ত্রিকভাবে পারমিট প্রদান করা হচ্ছে - ajkerparibartan.com
শৃঙ্খলা ফেরাতে এখন নিয়মতান্ত্রিকভাবে পারমিট প্রদান করা হচ্ছে

4:12 pm , August 20, 2023

হলুদ অটোর ব্লু-বুক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ
পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আগে বরিশাল নগরীতে মোটা অংকের অর্থের বিনিময়ে টোকেন বিক্রি হতো। কিন্তু আমি মেয়র নির্বাচিত হওয়ার আগেই ওয়াদা করেছিলাম যার গাড়ী আছে, সে চলাচলের পারমিট পাবে। আমি পূর্বের ওয়াদা অনুযায়ী নগরীর শৃঙ্খলা ফেরাতে নেয়া উদ্যোগের অংশ হিসেবে নিয়মতান্ত্রিকভাবে ব্লু-বুক প্রদান করছি। মেয়র গতকাল রবিবার দুপুরে নগরীর এ্যানেক্স ভবন সম্মুখে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাটারি চালিত অযান্ত্রিক হলুদ অটো (ইজিবাইক)-এর ব্লু-বুক হস্তান্তর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসকল কথা বলেন। তিনি বলেন, আমি আমার দায়িত্ব পালন কালীন সময়ে বরিশাল নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য কাজ করেছি। সাধ্য অনুযায়ী আমি আমার ওয়াদা পূরণের চেষ্ঠা করেছি এবং দায়িত্ব পালনের শেষ সময়টুকু পর্যন্ত সে চেষ্ঠা অব্যাহত রাখবো। অনুষ্ঠানে মেয়র আরো জানান, গত ২৬ মার্চ নগরীর বদ্ধভূমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাটারি চালিত অযান্ত্রিক হলুদ অটো (ইজিবাইক)-এর ব্লু-বুক হস্তান্তর কার্যক্রম শুরু করা হয়। ২০ আগস্ট ২০৮ টিসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৮শ’র মতো ব্লু বুক হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত রেখে প্রকৃত চালকদের মাঝে ব্লু-বুক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে উপস্থিত চালকদের এক দাবির প্রেক্ষিতে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, নগরীর সদর রোডে ব্যাটারি চালিত অযান্ত্রিক হলুদ অটো (ইজিবাইক) চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলাপ করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। গতকালের অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর এটি এম শহীদুল্লাহ কবির, মজিবর রহমান, সাইদুর রহমান, রাজিব হোসেন খান, সালমা আক্তার শিলা, গায়েত্রী সরকার পাখি, শারমিন আক্তার শিলা, জাতীয় শ্রমিক লীগ বরিশাল মহানগর সভাপতি পরিমল চন্দ্র দাস দাস প্রমুখ উপস্থিত ছিলেন। গতকালের অনুষ্ঠানে চালকদের মাঝে ব্লু-বুক, নম্বর প্লেট ও গায়ে পরিধানের কোটি প্রদান করেন সিটি মেয়র সেনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT