4:09 pm , August 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেয়েকে গুম করার অভিযোগে মেয়ে জামাতাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বাবা সুধীর পাড়। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে রোববার তিনি অভিযোগ দায়ের করেন। বিচারক মো. ইয়ার হোসেন অভিযোগ তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশকে নির্দেশ দিয়েছেন।
উজিরপুর উপজেলার নাথারকান্দি গ্রামের সুধির পাড় মামলাটি দায়ের করেছেন। তার অভিযোগ তার মেয়ে শিলা পাড়কে খুন করে গুম বা পতিতালয়ে বিক্রি করে দিয়েছেন জামাতা।
মামলায় অভিযুক্তরা হলেন, জামাতা একই উপজেলার জামপাড় গ্রামের মিঠুন হালদার, তার বন্ধু ওমর আলী, ফাতেমা, শিপ্রা পাড় ও স্বরূপকাঠী উপজেলার মাহমুদকাঠী গ্রামের ফাতেমা। মামলায় অভিযোগ করা হয়েছে, মিঠুন হালদার ও ওমর আলী শিলা পাড়কে গুম করেছে এবং অন্য আসামীরা তাদের সহযোগী।
মামলায় অভিযোগ করা হয়েছে, গতবছর ২৮ ডিমেম্বর শিলা পাড়কে বিয়ে করে মিঠুন। বিয়ের পর স্বামীর আচারনে সন্দেহ হয় শিলার। প্রায় বিভিন্ন পুরুষ মিঠুনের ঘরে আসত এবং মিঠুন তাদের সঙ্গে মেলামেশা করার জন্য শিলাকে ইঙ্গিত করতো। এসব নিয়ে পারিবারিক কলহ দেখা দিলে শিলা পিত্রালয়ে চলে আসে। গত ১৭ মে স্বামী মিঠুন ও অপর অভিযুক্ত ওমর শিলার পিত্রালয়ে এসে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তাকে নিয়ে যায়। পরে শিলার পিতা জানতে পারেন শিলা স্বামীর বাড়িতে নেই। তার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। গত ৩০ মে সুধির পাড় মেয়ের খোজে মিঠুনের বাড়িতে গেলে আসামীরা নানা তালবাহানার কথা বলতে থাকেন এবং বলে দেন তার মেয়েকে আর পাওয়া যাবেনা।