আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম - ajkerparibartan.com
আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম

4:09 pm , August 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম। নগরীর ৩০ টি ওয়ার্ডকে ৩ ধাপে ভাগ করে ২২ আগস্ট থেকে শুরু হবে এই কার্যক্রম। ২২ আগস্ট নগরীর ১ থেকে ১০নং ওয়ার্ডে ২৩ আগস্ট ১১ থেকে ২০ নং ওয়ার্ড এবং ২৪ আগস্ট ২১ থেকে ৩০ নং ওয়ার্ডে পন্য বিক্রি শুরু হবে। বরিশাল টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন পন্য বিতরনের সুবিধার্থে নগরীর ৩০ টি ওয়ার্ডকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ২২ আগস্ট ১ থেকে ১০ নং ওয়ার্ডে পন্য বিক্রির মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
তিনি আরো বলেন যথারীতি পন্য হিসাবে থাকছে তেল,ডাল এবং চাল। একজন কার্ডধারী ১০০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল,৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবে। সরবারহ না থাকায় এবারও চিনি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT