4:06 pm , August 20, 2023
ঢাকা অফিস ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে অস্থিরতা বাড়াবেন না। বাইরের সুতার টানে দেশের মানুষের শান্তি সমৃদ্ধি আমাদের লক্ষ্য-স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আর তাই যদি করেন তাহলে এই বাঙালি জাতি কিন্তু সোজার সোজা বাঁকার বাঁকা। এই বাঙালি জাতি আপনাদের প্রতিরোধ করে রাজনৈতিকভাবে কবর রচনা করবে বাংলাদেশের মাটিতে। দেশে অস্থিতিশীল তৈরির চেষ্টা করবেন না। দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করার চেষ্টা করলে এদেশের জনগণ আপনাদের সমুচিত জবাব দিবে। রোববার (২০ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এই আলোচন সভার আয়োজন করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশটিতে অস্থিরতা বাড়াবেন না। অস্থিতিশীলতা করবেন না। বাইরের সুতার টানে আমার দেশের মানুষের শান্তি সমৃদ্ধি আমাদের লক্ষ্য আমাদের স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আর তাই যদি করেন তাহলে এই বাঙালি জাতি কিন্তু সোজার সোজা বাঁকার বাঁকা। এই বাঙালি জাতি আপনাদের প্রতিরোধ করে। রাজনৈতিকভাবে আপনাদের কবর রচনা করবে বাংলাদেশের মাটিতে। ফখরুল সাহেবরা বলেন জনগণের মধ্য থেকে শেখ হাসিনার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তাই মির্জা ফখরুল আপনারা প্রমাণ করুন নির্বাচনে এসে। আপনারা জনপ্রিয় না আমরা জনপ্রিয়। আওয়ামী লীগ জনপ্রিয় না বিএনপি জনপ্রিয়। তাই প্রমাণ হবে আগামী জাতীয় নির্বাচনে বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী নানক। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আজকে বিএনপি মানবাধিকারের কথা বলে গণতন্ত্রের কথা বলে। এই অতীতে মানবাধিকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। গতকাল থেকে তারা একটু টার্ন নিয়েছে। ইন্ডিয়া থেকে কি যেন একটা বার্তা আমেরিকাকে পাঠিয়েছে, সেটা দেখে তারা হতাশ। মির্জা ফখরুল আমরা বলি বিদেশি প্রভুদের পিছন ছেড়ে দেন। নির্বাচনে আসুন আগামী জাতীয় নির্বাচনে নিজেদের জনপ্রিতাতা যাচাই করুন। শেখ হাসিনা ভিক্ষুকের জাতি থেকে বাংলাদেশকে আজকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। উন্নয়নশীল দেশের রাস্তায় নিয়ে এসেছেন। মানুষ ভেবে চিন্তে আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা যদি ভাল কাজ করে থাকেন আপনারাও ক্ষমতায় আসতে পারেন। শেখ হাসিনা বলেছেন শতভাগ ফেয়ার ইলেকশন হবে। সেই ভোটের মাধ্যমে জনগণ যদি শেখ হাসিনাকে ভোট দেয় রাষ্ট্রীয় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। আর যদি না দেয় তিনি তা মেনে নিবেন। অতএব নির্বাচনে আসুন। বিদেশি প্রভুদের তেল মারা তাদের পা চাটা বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ. সাত্তারের সভাপতিত্বে সভাপতি সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ মহানগর ও মোহাম্মদপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতারা।