সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট উজিরপুরে ৪ ছাত্রলীগ নেতা বহিস্কার সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট উজিরপুরে ৪ ছাত্রলীগ নেতা বহিস্কার - ajkerparibartan.com
সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট উজিরপুরে ৪ ছাত্রলীগ নেতা বহিস্কার

3:53 pm , August 19, 2023

উজিরপুর প্রতিবেদক ॥ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদ-প্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেইসবুকে পোস্ট দেওয়ায় বরিশালের উজিরপুর উপজেলার চার ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের বহিস্কারের কথা জানিয়েছেন উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী। তবে সাময়িক বরখাস্তের বিজ্ঞপ্তিতে সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেয়ায় কারন উল্লেখ করা হয়নি। সেখানে উল্লেখ করা হয়েছে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকায় সাময়িকভাবে বহিস্কার করা হলো। তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বরিশাল জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিজ মাহমুদ শাওন সাময়িকভাবে বহিস্কারের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী বলেন, এটা আমাদের অভ্যন্তরীন বিষয়। তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ড করেছে, তাই সমায়িকভাবে বহিস্কার করা হয়েছে। এখন তাদের কাছে কারন জানতে চাওয়া হবে। বহিস্কৃতরা হলো- উপজেলার বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু হাওলাদার ও গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের এক নেতা জানিয়েছেন, গত ১৪ আগস্ট ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, রাজু, সাঈদ ফকির, তাইজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাঈদীর ছবি সংবলিত সংবাদ কার্ড শেয়ার করেন। একই সঙ্গে তার মাগফিরাত কামনা করেন। পোস্ট করার একদিন পর আবার সেই পোস্ট মুছে ফেলেন ছাত্রলীগ নেতারা। বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত বলেন, গত ১৪ আগস্ট বিএনপি-জামায়াতের নেতারা দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারোপ করে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করে। তখন আমি সত্য ঘটনা জেনে ফেইসবুকে নিজের আইডি থেকেই সাঈদীর মৃত্যু হার্ট-অ্যাটাকে হয়েছে এ নিয়ে একটা পোস্ট করেছিলাম। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে ও দলের নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়েছি। তারপরও দল ভালো মনে করেছে আমাকে বহিস্কার করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT