সেই ব্লক ট্রাক ভরে নিয়ে গেলো পানি উন্নায়ন বোর্ড সেই ব্লক ট্রাক ভরে নিয়ে গেলো পানি উন্নায়ন বোর্ড - ajkerparibartan.com
সেই ব্লক ট্রাক ভরে নিয়ে গেলো পানি উন্নায়ন বোর্ড

3:51 pm , August 19, 2023

উজিরপুর প্রতিবেদক ॥ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে বরিশাল পানি উন্নায়ন বোর্ডের। ১৯ আগস্ট শনিবার সকালে বরিশাল পানি উন্নায়ন কর্মরত উপসহকারী প্রকৌশলী মো: শাকিল ইসলামের নিজ বাড়ী উজিরপুর উপজেলার হস্তিসুন্ড’র ইদগা এলাকায় রক্ষিত সেই ব্লকগুলো ট্রাকে করে নিয়ে বরিশালে নিয়ে যায়। বরিশাল পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান ব্লক গুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়া উপসহকারী প্রকৌশলী মো: শাকিল ইসলাম তার নিজ দায়িত্বে ব্লক পৌছে দিয়েছেন বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হয়েছে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যাবস্থা নেয়া হবে। স্থানীয়রা জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের ২ দিন পর প্রকৌশলী মো: শাকিল ইসলাম তার বাড়ি অদুরে রাখা সরকারী ব্লক গুলো লোকজন নিয়ে ট্রাকে ভর্তি করে বরিশাল পানি উন্নায়ন বোর্ডের কার্যালয়ে নিয়ে রাখা হয় এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বরিশাল জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের নির্দেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন ঘটনাটি তদন্ত করেন। ইউএনও জানান, তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। অভিযুক্ত শাকিল ইসলাম রানা বলেন, অফিসের কর্মকর্তাদের নির্দেশে ব্লক( মালামাল ) ফেরত দিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT