3:51 pm , August 19, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝালকাঠিতে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন পদযাত্রায় নেতৃত্ব দেন। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝালকাঠিতে পদযাত্রা করেছে জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী অংশ নেন। পদযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ। এদিকে ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন ও সাধারণ সম্পাদক চাষী মোঃ নান্না খলিফার নেতৃত্বে শতাধিক নেতাকর্মীদের নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। পাশপাশি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বক্তারা।