3:49 pm , August 19, 2023

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে স্ত্রী ও সন্তানকে ঘরে আটকে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার স্বামী ওই গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন গা ঢাকা দিয়েছে। জানা যায়, স্ত্রী লিমা (২৫), শিশু আবু বকর (৮) এবং আবদুল্লাহ (২) নামের দুই শিশুকে নিয়ে রা গত শুক্রবার তের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টায় মাদকাসক্ত স্বামী আওলাদ দোকান থেকে পেট্টোল এনে পুরো ঘরের মেঝেতে এবং আসবাবপত্রে ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। তখন সন্তানদের বুকে নিয়ে আগুন মধ্যে দিয়ে ঘর থেকে বের হয়ে ডাক চিৎকার দেয় স্ত্রী। তার চিৎকারে আত্মীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। চরফ্যাসন হাসপাতালের চিকিৎসক শোভন বসাক জানান, আগুনে গৃহবধূর দুই পায়ের ১০ শতাংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে। চরফ্যাসন থানার ওসি মোহাঃ মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। আসামী ধরার চেষ্টা চলছে।