3:49 pm , August 19, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল মডেল থানার একটি বিশেষ টিম গত শুক্রবার রাতে ২০ পিস ইয়াবাসহ একজন নাইটগার্ডকে আটক করেছে এবং নগরীর চাঁদমারিতে জুয়ার আসরে হানা দিয়ে কাউকে আটক না করে ফিরে এসেছে বলে জানা গেছে।
শুক্রবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, পুলিশ প্রথমে চাঁদমারি রাহাত আনোয়ার হাসপাতালের দক্ষিণ পাশের একটি ক্লাবে হানা দেয়। স্থানীয়রা জানান, রাত ১১টার পর হঠাৎ হট্টগোল শুনতে পান এবং বাইরে এসে মহিলা-পুরুষের চিৎকার চেচামেচি দেখেন। এ সময় ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহসিন মার্কেট কমিটির সাবেক সভাপতি আকনূর ও ক্লাব ঘরের প্রতিষ্ঠাতা রবিন মৃধা সহ ১০-১২ জনের সাথে পুলিশের তর্কবিতর্ক চলছিলো।
এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে পুলিশকে ম্যানেজ করে এখানে মদ ও জুয়ার আসর চালাচ্ছে। গতরাতেও তারা জুয়া খেলছিল। রাত সাড়ে এগারোটার দিকে কোতয়ালী মডেল থানার একটি বিশেষ টিম তাদের ঘেরাও করে। পরে অবশ্য পুলিশ কাউকে আটক না করে চলে গেছে বলে জানান এলাকাবাসী। তবে একটি সূত্র জানিয়েছে ঘটনার সময়ও ঐ খানে জুয়া খেলা চলছিলো। তবে ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দফারফা করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পুলিশের বিশেষ টিম কালু শাহ সড়কের আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইটগার্ডের কাছে ইয়াবা পাওয়ায় তাকে আটক করেছে। শনিবার সকালে তাকে আদালতে চালান করা হয়েছে।
অন্যদিকে চাঁদমারিতে একটি ক্লাবে জুয়া খেলা চলছে এমন অভিযোগ পেয়ে হানা দেয় তার বিশেষ টিম। কিন্তু ভিতরে কোনো জুয়া চলছিলো না। তাই কাউকে আটক করা হয়নি বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।