নগরীতে জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা নগরীতে জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা - ajkerparibartan.com
নগরীতে জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা

3:48 pm , August 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বরিশালে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। গতকাল বেলা ১১টায় সদররোড দলীয় কার্যালয় থেকে মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচির সূচনা করা হয়। বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন। দলীয় কার্যালয় থেকে শুরু করে চাঁদমারী এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। প্রায় একই সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে সাগরদি আলিয়া মাদরাসা থেকে পদযাত্রা শুরু করা হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন। পদযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT