3:43 pm , August 19, 2023
রোটারী ক্লাব অব কীর্তনখোলার বৃক্ষরোপন ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় হরিণাফুলিয়ার হোগলায় অনুষ্ঠিত অরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন পিপি মাহবুবুল আলম চৌধুরী। রোটারী ক্লাব অব কীর্তনখোলার সভাপতি রেজাউর রহমানের সভাপতিত্বে অরিয়েন্টেশনে বক্তব্য রাখেন রোটারী ক্লাব বরিশালের সভাপতি কাজী মিরাজ, রোটারিয়ান মাহতাব উদ্দিন আল মাহমুদ, হান্নান মল্লিক, হাসিব মল্লিক, জুয়েল শাহ কবির শাহিন ও রোটার্যাক্ট প্রমূখ -পরিবর্তন