3:53 pm , August 18, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ মোবাইল ফোন ব্যবহার না করে লেখাপড়ায় মনযোগী হতে বলায় স্বজনদের ওপর অভিমান করে উজিরপুরে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে তার মরদেহ উজিরপুর উপজেলার ওটরা গ্রামের একটি নতুন নির্মানাধীন ঘর থেকে মোঃ সায়েম মুন্সি নামে ১৫ বছরের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত শাহেব আলীর ছেলে। মৃতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, নির্মানাধীন নতুন ওই ঘরের ভিমের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। শুক্রবার সকালে বাড়ির লোকজন সায়েমের ঝুলন্ত মৃতদেহ দেখে থানা পুলিশকে অবগিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, সায়েমকে তার মা কহিনুর বেগম ও তার বড় ভাই শাহিন, মোবাইল ফোন ব্যবহার না করে লেখাপড়ায় আরো মনযোগী হতে বলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।