3:48 pm , August 18, 2023
বিশেষ প্রতিবেদক ॥ রাষ্ট্রযন্ত্র গণতন্ত্রের প্রধান শত্রু উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্র্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, চাকরি হারালে পরিবারের অনেক ক্ষতি। তারপরও চাকরিতে যোগদানের সময় একটা শপথ বাক্য পাঠ করেছেন। সেই শপথের মর্যাদা রাখুন। পদোন্নতির জন্য আপনারা দেশটাকে আর ডুবিয়ে দেবেন না।
শুক্রবার বিকেল পাঁচটায় বরিশালের সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান ওমর এসময় আরো বলেন, রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা পেয়েছে বলেই এই সরকার দিনের ভোট রাতে করতে পেরেছে।
সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় বরিশালের অশ্বিনী কুমার টাউনহল সংলগ্ন কার্যালয় থেকে গণমিছিলের নেতৃত্ব দেন ব্যারিষ্টার শাজাহান ওমর, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মেজবাহউদ্দীন ফরহাদ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
এদিকে বরিশালে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে যে কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।