দুই সন্তানের জননী প্রেমিকাকে ভিডিও কলে রেখে অপসোনিনের প্রকৌশলীর আত্মহত্যা দুই সন্তানের জননী প্রেমিকাকে ভিডিও কলে রেখে অপসোনিনের প্রকৌশলীর আত্মহত্যা - ajkerparibartan.com
দুই সন্তানের জননী প্রেমিকাকে ভিডিও কলে রেখে অপসোনিনের প্রকৌশলীর আত্মহত্যা

3:45 pm , August 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দুই সন্তানের জননী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে ঔষধ তৈরি প্রতিষ্ঠান অপসোনিনের এক প্রকৌশলী। বৃহস্পতিবার রাতে নগরীর রুপাতলীর ভাড়া বাসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছেন। আত্মহননকারী শ্রীরুপ সিকদার (৩৪) বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির চর বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। শ্রীরুপ অপসোনিনের রুপাতলী কারখানার সাব এসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলো।
নাম প্রকাশ না করার শর্তে এক সহকর্মী জানান, বাকেরগঞ্জের প্রভাবশালী এক জনপ্রতিনিধির কন্যার সাথে প্রেম ছিলো। কিন্তু ওই মেয়ের বিয়ে দিয়ে দেন তার বাবা। দুই সন্তানের জননী প্রেমিকার সাথে যোগাযোগ শুরু করে শ্রীরুপ। তাকে ভিডিও কলে রেখে নগরীর রুপাতলীর নুরজাহান মঞ্জিলের পাঁচতলার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, ভিডিও কলে রেখে আত্মহত্যার ঘটনা প্রেমিকা প্রকৌশলীর সহকর্মীকে জানিয়েছে। ওই সহকর্মী এসে শ্রীরুপের বাসার দরজা ভেতর থেকে আটকানো দেখে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের সদস্যরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
শ্রীরুপ ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীর লিলি পেট্রোলপাম্প সংলগ্ন ‘নুর জাহান মঞ্জিল’ নামের একটি ভবনের ৫ তলা ফ্লাটে ভাড়া থাকতো। সে একাই থাকতো। তার আচরন কেমন অস্বাভাবিক ছিলো।
মরদেহ উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মোঃ মাইনুল ইসলাম জানান, ৯৯৯ এর ফোনে একজন আত্মহত্যার খবর পেয়ে গিয়ে ফ্যানের সাথে ওই যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT