নগরীতে দক্ষিণ জেলা বিএনপির মানববন্ধন নগরীতে দক্ষিণ জেলা বিএনপির মানববন্ধন - ajkerparibartan.com
নগরীতে দক্ষিণ জেলা বিএনপির মানববন্ধন

4:23 pm , August 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির সকল বন্দীদের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।
গতকাল বৃস্পতিবার বেলা ১২ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল দক্ষিন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, এই অবৈধ সরকার  ১৫ বছরে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম, হত্যা করে পাপের বোঝা এতই ভারী করেছে যে  এবার আর কোন জালিয়াতি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই। বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইসরাত হোসেন কচি, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT