ইয়াবা বিক্রেতার দশ বছরের কারাদন্ড ইয়াবা বিক্রেতার দশ বছরের কারাদন্ড - ajkerparibartan.com
ইয়াবা বিক্রেতার দশ বছরের কারাদন্ড

4:21 pm , August 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী থেকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন কারাদন্ড দেন। দ-িত মাদক বিক্রেতা হলো-ইসারুল মোল্লা। সে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখার পাড় এলাকার শাহজাহান মোল্লার ছেলে। রায় ঘোষনার সময় ইসারুল এজলাসে উপস্থিত ছিলো।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম মামলার বরাতে জানান, ২০১৪ সালের ১০ জুলাই গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল খেয়াঘাট কালী মন্দিরের সামনে অভিযান করে। এ সময় ৬ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ইসারুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই রাতে গৌরনদী মডেল থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করে। একই বছরের ১৩ আগষ্ট গৌরনদী মডেল থানার এসআই হাসানুজ্জামান একমাত্র ইসারুলকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT