4:19 pm , August 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৩ নং ওয়ার্ডের তিনটি সড়কের বেহাল দশা। এ তিনটি সড়ক দিয়ে শহীদ আরজুমনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। খানা-খন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই পানিতে ডুবে থাকে। এ সড়ক দিয়ে চলাচল করতে শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। শিক্ষার্থীসহ সাধারন মানুষের চলাচলের সুবিধার্থে উদ্যোগ নিয়েছেন কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান। তিনি নিজ উদ্যোগে বালু ও ইটের সুড়কি দিয়ে সংস্কার করেছেন।
এ বিষয়ে ওসি আসাদুজ্জামান জানান, পানি জমে থাকায় সড়ক দিয়ে চলতে শিক্ষার্থীদের অবর্ননীয় কষ্ট হয়। তাই ৬ ট্রাক বালু ও সুড়কি দিয়ে খানাখন্দ মেরামত করে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. জুয়েল বলেন, নগরীর তিন নং ওর্য়াডের রাস্তাঘাট সবচেয়ে খারাপ। দীর্ঘদিন সংস্কার হয়নি আর ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। জোড় মসজিদ থেকে গাউয়াসার প্রধান সড়ক হয়ে নগরের খাল পর্যন্ত ড্রেন হলে গাউয়াসারবাসী জলাবদ্ধতা থেকে কিছুটা কমতো। ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘনবসতিপূর্ন এ ওয়ার্ডের সড়কটি দীর্ঘ দিন পানিতে ডুবে থাকতো। ফলে জনদূভোর্গ হত। সাময়িক ভাবে ইট, বালু, খোয়া দিয়ে কিছুটা চলাচলে উপযোগী করা হয়েছে। তবে বৃষ্টি হলে আগের অবস্থা হয়ে যাবে। এই ওর্য়াডের ড্রেনেজ ব্যবস্থা জরুরী হয়ে পড়েছে। তাছারা রাস্তাঘাটের বেহাল দশা। তাই জন দূভোর্গ রোধে রাস্তাঘাটের সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। কাউন্সিলর সৈয়দ আলহাজ্জ হাবিবুর রহমান ফারুক জানান, এই ওর্য়াডের সকল রোডঘাট খারাপ । বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারনে ঘর দিয়ে মানুষ বের হতে পারে না। তবে ওসি মোঃ আসাদুজ্জামান ভাইয়ের উদ্যোগে রাস্তাটি ইট, বালুু, খোয়া দিয়ে কাজ করায় সাময়িকভাবে সমাধান করা হয়েছে। কিন্তু সড়ক গুলো জরুরী ভিত্তিতে সংস্কার করা উচিৎ। এই ওর্য়াডে ৭২ টি বড় সড়ক এবং ১৩২ টি মাঝারী সড়কের বেহাল দশা। রাজ্জাকিয়া সড়কটির অবস্থা আরো খারাপ। এই ওর্য়াডে ড্রেন বলতে কিছু নেই। ওর্য়াডের প্রায় ১ হাজার মিটার ড্রেনেজ ব্যবস্থা লাগে জলাবদ্ধতা নিরসনে। ড্রেনের অভাবে এই ওর্য়াডের মানুষের দূর্ভোগের শেষ নেই। যদি ও রাস্তাঘাটের তালিকা করা হয়েছে।