এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০ এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০ - ajkerparibartan.com
এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০

4:18 pm , August 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রে ৩৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়াার্দী কলেজে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। বোর্ড সূত্রে জানাগেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ৬২ জন, বরগুনায় ৩২ জন, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ১৩০ জন। এর ফলে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ন্ন করতে সকল জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT