4:16 pm , August 17, 2023

বরিশালে চলতি মাসেই ডেঙ্গুতে ১৯৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালসহ সারাদেশেই চলছে ডেঙ্গু আতঙ্ক। সর্বশেষ তথ্যানুযায়ী দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৪৪ জন মারা গেলেন। এরমধ্যে চলতি মাসেই ডেঙ্গুতে ১৯৩ জনের মৃত্যু হলো। বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত তিনদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত রোববার চারজন এবং সোম ও মঙ্গলবার একজন করে মারা যায়। এ নিয়ে বিভাগে ২৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু ও জ্বর ঠান্ডা প্রকোপ বৃদ্ধির সাথে সাথে নগরীতে বেড়েছে ডাবের চাহিদা। সুযোগ বুঝে চারদিন আগেও ৮০ টাকার ডাবটি এখন ১৫০ টাকা। ৬০ টাকা ডাবের দাম হয়েছে ১২০ টাকা। সরেজমিনে বরিশাল নগরীর কয়েকটি পয়েন্ট বটতলার মোড়, শেবাচিমের সামনে, জেলখানা মোড়, জিলাস্কুলের সামনে ডাব ব্যবসায়ীদের কাছে ডাবের দাম জানতে চাইলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। ডাব ব্যবসায়ী বাদল বলেন, গাছ থেকে ডাব পাড়াসহ শহরে আনতে প্রায় ১২০-১৩০ টাকা খরচ পড়ছে। তার উপর শ্রাবণ ও ভাদ্র মাসে গাছে নারিকেলথাকে না যে কারণে দাম এখন বেশি। ডাবের দাম বেশি হওয়ায় সাধারণ রোগীর স্বজনরা ডাব কিনতে না পেরে আফসোস করেন। কয়েকজন ক্রেতা বলেন, বরিশাল ডাবের দেশ। এখানেও যদি ঢাকার মতো একই রকম ডাবের দাম হয়, তাহলে আমরা খাব কি। তারা এসময় বাজারে ডিম ও পিয়াজের দাম বৃদ্ধিরও প্রতিবাদ জানান।
সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠীর মুসা খান এবং চাঁদপুরা ইউনিয়নের তালুকদার বাড়ীর খলিলুর রহমান সম্প্রতি ৫টি করে নারিকেল গাছের ডাব বিক্রী করেছেন। প্রতিটি ডাবের দাম পড়েছে ৩০ টাকা। অথচ একই ডাব শহরে বিক্রী হচ্ছে একশ টাকার উপরে।
শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ফয়জুল বাশার বলেন, শরীরের পানি স্বল্পতা দূর করতে ডাবের বিকল্প নেই। অনেক সময়ই স্যালাইনের পরিবর্তে ডাব ব্যবহার হয়। জ্বর, ঠান্ডাজ্বর, ডেঙ্গু, এজাতীয় সময়ে ডাবের চাহিদা বেড়ে যায়।
তিনি আরো বলেন, রোগীর এই চাহিদা উপলব্ধি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ডাব নিয়েও অসাধুপনা করছে। যা প্রশাসনের জরুরী নজরদারিতে নেয়ার আহ্বান জানান ডাঃ বাশার।
এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ২ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৩১২ জন।