নেভি কোম্পানীর কোটি টাকার সিগারেট উদ্ধার, তিন ডাকাত গ্রেপ্তার নেভি কোম্পানীর কোটি টাকার সিগারেট উদ্ধার, তিন ডাকাত গ্রেপ্তার - ajkerparibartan.com
নেভি কোম্পানীর কোটি টাকার সিগারেট উদ্ধার, তিন ডাকাত গ্রেপ্তার

4:13 pm , August 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা থেকে ডাকাতি হওয়া নেভি কোম্পানীর কোটি টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। একই সাথে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো- পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছইলাবুনিয়া গ্রামের আব্দুস সাত্তার মৃধার ছেলে ইয়াকুব মৃধা (৪০), বরগুনা জেলার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের নিজাম শরীফের ছেলে মুছা শরীফ (১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুলাল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৭)। পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট গভীর রাতে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুর এলাকায় ইয়াসিন কাজীর বাড়িতে সিগারেট কোম্পানির গোডাউনে ডাকাতি হয়। ডাকাত দল কর্তব্যরত দারোয়ান মো. আনোয়ার, স্বপন ও ইমরান শরীফকে বেঁধে রেখে ১৫ লাখ ৪০ হাজার ৬শ শলাকা সিগারেট ডাকাতি করে। যার মুল্য এক কোটি তিন লাখ ১৪ হাজার ৩১৭ টাকা। পুলিশ কমিশনার বলেন, ডাকাতির খবর পেয়ে মহানগর পুলিশ অভিযান করে। পরে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার সহযোগিতায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাক ভর্তি সিগারেট উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, ডাকাতিতে ১০ সদস্য অংশ নিয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, ডাকাতির ঘটনায় অজ্ঞাত ১০ জনকে আসামী করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। নেভি কোম্পানীর জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ শফিকুল ইসলাম কাদের বাদী হয়ে মামলা করেছেন।
অভিযানে অংশ নেয়া মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, সিগারেট বোঝাই ট্রাকসহ একজনকে বাসন থানা এলাকা থেকে, আরেকজনকে মোহাম্মদপুর হাউজিং থেকে অপর জনকে বরগুনার আমতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে ইয়াকুবের বিরুদ্ধে যশোর সদর, শার্শা ও ঝিকরগাছ থানা, খুলনার ডুমুরিয়া, সাতক্ষীরা, গুলশান, কেরানীগঞ্জ এবং কদমতলী থানায় ১০টির বেশি মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়া মুসার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT