স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক হলেন নিক্সন জমাদার স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক হলেন নিক্সন জমাদার - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক হলেন নিক্সন জমাদার

4:09 pm , August 17, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫৯ সদস্যের এ কমিটির আহবায়ক করা হয়েছে সুইডেন প্রবাসী মাদারীপুরের সন্তান নিক্সন জমাদারকে। গত ১৪ আগস্ট যার অনুমোদন দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জেলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান। কমিটির সদস্য সচিব হয়েছেন ওয়াহিউদ্দিন খান পাঠান টুটনকে। যুগ্ম আহবায়ক হয়েছেন ১৯ জন। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আহ্বায়ক নিক্সন জমাদার। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জেলানী  এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি সুইডেন স্বেচ্ছাসেবক দল তথা বিএনপিও অংগ সংগঠনের সকল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এক সঙ্গে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন নিক্সন জমাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT