4:25 pm , August 16, 2023

বিশেষ প্রতিবেদক ॥ কবিতা পাঠ, আবৃত্তি, বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী। সবশেষে দোয়া মোনাজাত এবং খাবার বিতরণ। ১৫ই আগস্ট বরিশালের প্রায় প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে ছিলো শোকাহত পদচারণ। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, মসজিদ মন্দির, গীর্জায়ও আয়োজন করা হয়েছিলো বিশেষ প্রার্থনার। এতিম অসহায়সহ সর্বস্তরের মানুষের মাঝে বিতরণ হয়েছে খাবার। কোথাও ডিম খিচুড়ি, কোথাও পাতলা খিচুড়ি আবার কোথাও তেহারি। তবে বেসরকারি স্কুলগুলোতে নিজস্ব উদ্যোগে হালকা টিফিনের ব্যবস্থা ছিল। সকাল ৭ টা থেকেই বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিবির পুকুর পাড়ের আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা এগারোটা থেকে স্কুলের ভিতরে সেমিনার কক্ষে শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন দেখা গেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং ইদিলকাঠি মাধ্যমিক বিদ্যালয়েও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা পাঠে পুরষ্কার বিতরণ করা হয়েছে বলে জানান বরিশাল সাহিত্য সংসদ এর অন্যতম সদস্য সাংবাদিক সুরভী জাহান নিশি।
বরিশালের ব্যতিক্রমী আয়োজনটি দেখা গেছে বেলা ১১ টায় মথুরানাথ পাবলিক স্কুল মিলনায়তনে। ১৯ নং ওয়ার্ডে নতুন বাজার সংলগ্ন মথুরানাথ পাবলিক স্কুলের নিজস্ব কোনো মিলনায়তন নেই। দুটি ক্লাশ রুমকে একত্রিত করে বড় হলরুমের মতো করা হয়েছে। সেখানেই স্বল্প পরিসরে প্রশংসনীয় শোকদিবস উদযাপন করেছেন মথুরানাথ পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। টেবিল সামনে রেখে অতিথি মঞ্চে একে একে আসন গ্রহণ করেন স্কুল কমিটির সভাপতি ও প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিক নজমুল হোসেন আকাশ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এটা মোটেও সন্তোষজনক নয়। একটি মাত্র কবিতা পাঠ নিয়ে প্রতিযোগিতা নয়, তোমাদের নিজেদের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখা শিখতে হবে। এ জন্য বঙ্গবন্ধুকে জানতে হবে। নজমুল হোসেন আকাশ শিশু কিশোর শিক্ষার্থীদের প্রশ্নের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারা কতটুকু জানে তা স্পষ্ট করেন এবং শিক্ষকদের প্রতি অনুরোধ জানান শিশুতোষ সাহিত্য নিয়ে শিক্ষা দানের।
এর আগে স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিকজন কাজী সেলিনাও শিক্ষার্থীদের ছোট ছোট প্রশ্ন করে ১৫ ই আগস্ট সম্পর্কে তাদের জ্ঞানের পরীক্ষা নেন। প্রধান শিক্ষক জাকির হোসেন এর সভাপতিত্বে রচনা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণে আরো অংশ নেন সিনিয়র সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, অনিমা ম-ল, মৌসুমী কর্মকার সহ আরো অনেকে। সবশেষে সঞ্চালক চন্দন রায়ের নেতৃত্বে টিফিন বিতরণ করা হয় প্রায় শতাধিক শিক্ষার্থী ও অতিথিদের মাঝে। একই সময় বরিশাল জিলাস্কুল মিলনায়তনে শোকদিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনদীপ ঘরাই। প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা, আবৃত্তি, কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেষে এখানে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক লিফলেট বিতরণ