শোক ব্যাজ খুলে ফেলায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত শোক ব্যাজ খুলে ফেলায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত - ajkerparibartan.com
শোক ব্যাজ খুলে ফেলায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত

4:25 pm , August 16, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ জাতীয় শোক দিবসের ব্যাচ খুলে ফেলায় বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান জানিয়েছেন। বরখাস্ত হওয়া শিক্ষক হলেন এসএম এজাজ হাসান। সে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কলেজে ও উপজেলা আওয়ামী লীগের সভা ও কাঙ্গালী ভোজের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে বের হয়ে ওই শিক্ষক আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে শোকের ব্যাচ খুলে রাস্তায় ফেলে দেয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে তার বিচার দাবী করে। শোক দিবস অসম্মান করায় নেতাকর্মীরা তাৎক্ষনিক ও লিখিতভাবে শাস্তি দাবি করেছে। পরিস্থিতি বিবেচনায় তাই কলেজ পরিচালনা কমিটির সভাপতির অনুমতিক্রমে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন নিয়মতান্ত্রিক উপায়ে বরখাস্তের ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT