পিরোজপুরে দেলোয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন পিরোজপুরে দেলোয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন - ajkerparibartan.com
পিরোজপুরে দেলোয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন

4:24 pm , August 16, 2023

পিরোজপুর প্রতিনিধি ॥ মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় দেলোয়ার হোসাইন সাঈদীর প্রতিষ্ঠিত পিরোজপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাজা শেষে আল্লামা সাঈদীর দাফন সম্পন্ন হয়। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মজিবুর রহমানের ইমামতিতে জানাজায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম, এ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সেক্রেটারি জেনারেল মনজুরুল ইসলাম, আল্লামা সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী ও সেঝ ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ বিভিন্ন সমাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।  জানাজার পূর্বে বক্তব্য রাখেন সাঈদীপুত্র শামীম সাঈদী ও মাসুদ সাঈদী। জানাজা শেষে তার বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।উল্লেখ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন ঢাকার শহীদবাগ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা, লুটপাট, ধর্মান্তরিত করানোসহ বিভিন্ন অপরাধে তাকে মৃত্যুদন্ড প্রদান করে। পরে তিনি আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ মৃত্যুদন্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। ওই আদেশ পুনঃবিবেচনার জন্য আবেদন করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি আমৃত্যু কারাদন্ডাদেশ বহাল রাখেন। সেই থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT