মুলাদীতে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন মুলাদীতে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন - ajkerparibartan.com
মুলাদীতে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

4:24 pm , August 16, 2023

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে বড় ভাই ইমরান সরদারকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রায়হান ঘাতকের হাতে খুন হয়েছেন। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদ্রাসার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং ঘাতক ইয়াসিন একই বাড়ির করিম সরদারের ছেলে। বাড়ির সীমানা বিরোধের জের ধরে ইয়াসিন ও তার লোকজন কুপিয়ে রায়হানকে খুন করে।  এসময় রায়হানের বড় ভাই ইমরান মারাত্মক আহত হন।
স্থানীয়রা জানান, করিম সরদারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার ভাই রহিম সরদারের ছেলেদের বিরোধ চলে আসছিলো। এনিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছিলো। মঙ্গলবার সকালে করিম সরদার, তার ছেলে ইয়াসিন লোকজন নিয়ে বিরোধপূর্ণ সীমানায় বেড়া দিতে যান। ওই সময় তার ভাইয়ের ছেলে ইমরান বাঁধা দিলে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে করিম সরদার, ছেলে ইয়াসিন তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে ইমরানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ইমরানের ছোট ভাই রায়হান বড় ভাইকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। তাদের রক্ষা করতে গিয়ে রায়হানের মা আহত হন।
রায়হানের মা জানান, হামলাকারীরা রায়হানকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং ইমরানকে মৃত ভেবে চলে যায়। পরে পার্শ্ববর্তী লোকজন এসে ইমরানকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ইমরানকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকেরা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়ির সীমানা বিরোধের জের ধরে একজন নিহত হয়েছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় নিহতের পরিবারের লিখিত পেলে মামলা করা হবে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT