4:22 pm , August 16, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।সকাল ছয়টা থেকে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি বেসরকারি দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শোক দিবসের আলোচনা সভায় আলোচকরা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে সোনার বাংলা গড়ার অঙ্গীকার করতে হবে। ৭ মার্চ বঙ্গবন্ধু বাঙালি জাতির মনে যে বীজ বপন করেছিলেন তা আজকের প্রজন্মের মধ্যে বহমান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা যদি সততা আর নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ডিআইজি মোঃ জামিল হাসান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক, সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদা বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ।
আলোচনার পরে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুবঋণ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
জোহর নামাজ শেষে নগরীর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। জেলা তথ্য অফিসের পরিবেশনায় বঙ্গবন্ধুর ওপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।