রিফিউজি কলোনীতে টিনের বেড়া দিয়ে অবাধে ভরাট হচ্ছে সরকারি জলাশয় রিফিউজি কলোনীতে টিনের বেড়া দিয়ে অবাধে ভরাট হচ্ছে সরকারি জলাশয় - ajkerparibartan.com
রিফিউজি কলোনীতে টিনের বেড়া দিয়ে অবাধে ভরাট হচ্ছে সরকারি জলাশয়

4:21 pm , August 16, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের রিফিউজি কলোনীতে চলছে জবরদখল প্রতিযোগিতা। নামে বেনামে কিম্বা লিজ নেয়ার দাবীতে ভরাট হচ্ছে কলোনীর সব জলাশয়। কলোনীর বাইরেও নগরীর বিভিন্ন স্থানে চলছে পুকুর ও জলাশয় ভরাট করে দালানকোঠা নির্মাণ। যা নিয়ে প্রতিবাদে সোচ্চার  বিভিন্ন পরিবেশ আন্দোলনের নেতারা। এ ছাড়াও সরকারের জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর ৩৬ ধারায় উল্লেখ আছে, কোন পুকুর, জলাশয়, খাল, লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও এ কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে কোনো অবস্থাতেই জলাশয় বা পুকুর ভরাট না করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী সময়ে প্রধানমন্ত্রী বলেছেন, মাছ চাষ বাড়াতে জলাশয়গুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নদনদীর ড্রেজিং কাজ শুরু হয়েছে। ড্রেজিং করে পানি প্রবাহ ও পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। যত বেশি পানি প্রবাহ বাড়বে মাছের উৎপাদনও তত বাড়বে। এতে মানুষের মাছের চাহিদা পূরণ হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাও বারবার উপেক্ষিত হচ্ছে বরিশালে।
সরেজমিনে ১৬ আগস্ট  বুধবার বরিশালের রিফিউজি কলোনী ঘুরে দেখা গেছে জবরদখলের জোর প্রতিযোগিতা। একটি জলাশয় ঘিরে তিনজন বাসিন্দা টিনের বেড়া দিয়ে যার যার অংশ ভরাটের অপকৌশল চালাচ্ছে হানিফ, হাবিব ও কাইয়ুম নামের তিনজন বাসিন্দা। তারা এলাকার প্রভাবশালী হওয়ার কারণে আশেপাশের কেউ মুখ খুলতে নারাজ। এরআগে গতবছর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন নগরীর আলেকান্দাস্থ এই রিফিউজি কলোনির জমি অবৈধ দখলদার মুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। তিনি সরেজমিন পরিদর্শন শেষে বরিশাল জেলা প্রশাসনকে অবৈধ দখলদার মুক্ত করে উক্ত জমি উদ্ধারে কঠোর নির্দেশনা দেন। বরিশালের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর আলেকান্দাস্থ রিফিউজি কলোনির ৭ দশমিক ৮০ একর জমির অধিকাংশই বেদখল রয়েছে। এছাড়াও সেখানকার বেশ কয়েকটি পুকুর ভরাট করে ভূমিদস্যুরা অবৈধভাবে বাসস্থান গড়ে তুলে পরিবেশের ভারসাম্য  নষ্ট করছে।
একইচিত্র দেখা গেছে নগরীর ২৭ নং ওয়ার্ড রুইয়ার পুল এলাকায়।  এখানে জেলা প্রশাসনের একজন ষ্টাফ রুহুল আমিন রিপন এর বিরুদ্ধে জলাশয় ভরাট সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পরিবেশ আন্দোলনের নেতা এনায়েত হোসেন শিবলু বলেন, বরিশাল নগরীতে প্রায় দশ হাজার পুকুর ও জলাশয় ছিলো। ভরাট হতে হতে হাতেগোনা কয়েকটি টিকে আছে। যেগুলোর এসএ দাগও মুছে ফেলা হয়েছে তাতো আর উদ্ধার সহজ হবে না। কিন্তু যেগুলো টিকে আছে সেগুলোর দিকে আমাদের নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, কালেক্টরিয়েট স্কুল এন্ড কলেজের পাশেই রয়েছে একটি জলাশয়। যা ক্রমশ  ভরাট হচ্ছে। এদিকে জগদীশ সারস্বত গার্লস স্কুলের ভিতরের পুকুরটি ভরাট করার জোর চেষ্টা চালাচ্ছেন স্কুল কমিটি বলে জানান শিবলু।
পরিবেশ আন্দোলনের আরেক নেতা ও বরিশাল সাহিত্য সংসদ এর বর্তমান সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, বরিশাল নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ এই জলাশয়, পুকুর ও খাল ভরাট করে বাড়িঘর নির্মাণ। এমনকি ড্রেন বন্ধ করে বা ছোট করে ড্রেনের উপরই বাড়িঘর তৈরির সংবাদ অসংখ্য। জিলাস্কুলের গেট ও দেয়াল সংলগ্ন খাল আমাদের চোখের সামনে ছোট করে বড় ড্রেনে পরিনত করা হয়েছে। এখন আবার সেই ড্রেনের দু’পাশেই তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। এগুলো কি প্রশাসন দেখে না।
কাজী মিজানুর রহমান আরো বলেন, রিফিউজি কলোনী সম্পূর্ণই সরকারি সম্পত্তি। এখানের জলাশয় পুকুর ভরাট হয়ে যাওয়া মানে প্রশাসনের নজরদারিতে ঘাপলা আছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম সংস্থা বেলা বরিশালের সমন্বয়ক লিংকন বাইন জানান,  রিফিউজি কলোনীর জলাশয় ও পুকুর ভরাট ও দখল চেষ্টায় আমরা বাধা দিয়েছিলাম। এছাড়াও জগদীশ সারস্বত স্কুলের পুকুর ভরাট বন্ধ আছে। নগরীতে এরকম প্রায় শতাধিক জলাশয় ও পুকুর রয়েছে। যা রক্ষায় নজরদারি প্রয়োজন। এজন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে একটি তালিকা থাকা জরুরী। কিন্তু আমাদের শত অনুরোধেও তারা তা করছে না। নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ এই জলাশয় ও পুকুর ভরাট হয়ে যাওয়া। এটা সবাইকে বুঝতে হবে বলে জানান লিংকন বাইন। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের জমি এটি। এটি রক্ষণাবেক্ষণে আমাদের কঠিন নজরদারি রয়েছে। কেউ এখানে জলাশয় পুকুর দখলের চেষ্টা করলে তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হবে। তিনি বিষয়টি খতিয়ে দেখতে ডিসি রেভিনিউ এর দৃষ্টি আকর্ষণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT