4:03 pm , August 16, 2023
আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় অসহায় শ্বাশুড়ীর সাথে পুত্রবধূর অমানবিক আচরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রশাসনের টনক নড়ে। গতকাল বুধবার সকালে অভিযুক্ত পুত্রবধূ রেখা রায় ও তার স্বামী তপন রায়কে ডেকে উপজেলা প্রশাসন ঘটনার বর্ণনা শুনেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় গ্রামের মৃত. তরনী কান্ত রায় ৫ বছর পূর্বে মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী জোসনা রায়(৮০) তার দুই ছেলে হতদরিদ্র তপন ও খোকন রায়ের পরিবারের সাথে বসবাস করে আসছেন। জোসনা রায় উভয় ছেলের পরিবারে সাথে থেকে জীবন যাপন করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে ছোট ছেলে তপন রায়ের স্ত্রী রেখা রায় তার শ্বাশুড়ী শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় বড় ছেলে খোকন রায়ের মেয়ে জুথি রায় ওই ঘটনার ভিডিও ধারন করেন। কিছু সময় পরেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই নির্যাতনের ভিডিও’র বিষয়ে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন জানান। জেলা প্রশাসক অভিযুক্ত গৃহবধূর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও কে । গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন অভিযুক্ত গৃহবধূ রেখা রায় ও তার স্বামী তপন রায়কে তার অফিসে ডেকে নেন। নির্যাতিতা জোসনা রায় দুই ভাইয়ের বিরোধের কারনে এই ধরণের ঘটনা ঘটছে বলে জানান। বৃদ্ধা মা জোসনা রায় তাদের দুই ভাইকে মিলিয়ে দেওয়ার অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত পুত্রবধূ রেখা রায়, দুই ছেলে তপন রায় ও খোকন রায় সহ এলাকাবাসীর বক্তব্য শোনেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, তাদের দুই ভাইয়ের বিরোধ মিটিয়ে দেওয়া হয়েছে। রেখা রায় তার ভুল বুঝতে পেয়ে ক্ষমা চেয়েছেন। তাকে প্রথমবার ক্ষমা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষমা করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে।