লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

4:02 pm , August 16, 2023

লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে জুবাইদা নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চতলা এলাকার ক্বারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই বাড়ির মো. আরজুর মেয়ে। শিশুর স্বজনরা জানান, দুপুরে বাসায় সকলে খাওয়া-ধাওয়া করছিল। এরমধ্যে জুবাইদাকে দেখতে না পেয়ে পরিবারের সকলে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘরের সামনের পুকুরে শিশু জুবাইদাকে ভাসতে দেখে উদ্ধার করে তার মা রুমা বেগম। স্বজনরা জুবাইদাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT