নতুন কাউন্সিলরের দায়িত্ব অর্পনের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ নতুন কাউন্সিলরের দায়িত্ব অর্পনের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ - ajkerparibartan.com
নতুন কাউন্সিলরের দায়িত্ব অর্পনের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ

4:16 pm , August 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৪ নং ওয়ার্ডের নতুন কাউন্সিলরের দায়িত্ব অর্পনের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করেছে আদালত। সোমবার বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খারিজের আদেশ দিয়েছেন বলে আইনজীবী মো. মহসিন মিয়া জানিয়েছেন।
তিনি জানান, নগরীর ২৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শরীফ আনিছুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলো। ওই মামলায় সে অভিযোগ করেন তার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেয়া হয়েছিলো। এছাড়াও ভোট কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা সিল পিটিয়েছে। এ অভিযোগ এনে করা মামলায় নির্বাচিত কাউন্সিলর মো. ফিরোজ আহমেদকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু বিচারক তা খারিজ করে দিয়ে নিয়মিত মামলা পরিচালনার আদেশ দেন।
নির্বাচনে তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ। এরআগে তিনি সাগরদী ইউনিয়নের ওই ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT