4:14 pm , August 14, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাচিব মজিবুর রহমান সরোয়ার বলেছেন,বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না। বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। সরকার একেক সময় বিভিন্ন মেঘা প্রকল্পের নামে মেঘা সাগরচুরি করে দেশের অর্থ বিদেশ পাচার করে দিয়ে অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু করে রেখেছে। আজ দেশের মন্ত্রী-এমপি থেকে শুরু করে বড় বড় সরকারী কর্মকর্তারা যে যার মত করে দেশের টাকা লুটপাট করে বিদেশ পাচার করে দিয়েছে সরকার সেখানে কিছুই করতে পারছেনা। আওয়ামী লীগ কথায় কথায় উন্নয়নের কথা বলে তাহলে তারা যে নিরপক্ষ সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছিল সেভাবে এখন ভোটের নির্বাচন দিতে কেন তাদের এত ভয়। তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সরোয়ার আরো বলেন, এই কেয়ারটেকার সরকারের জন্য আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। আবার অনেকে সরকারের বিভিন্ন সংস্থার হাতে নিখোঁজ হয়ে গেছে। এই সরকারের হাত থেকে দেশের মানুষের মৌলিক অধিকার ও দেশকে মুক্ত করতে হলে আমাদের রাজপথে আন্দোলনের মাধ্যমে কঠিন পথ পার করে আসতে হবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য রাজপথে থেকেই ভোটের অধিকার আদায় করতে হবে। সোমবার বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল জেলা শ্রমিকদলের আয়োজনে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক ও বরিশাল জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মরহুম মোঃ নূর আলম হাওলাদারের রুহের মাগফেরাত কামনা,আলোচনা ও দোয়া মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ফরাজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সাধারন সম্পাদক এমজি ফারুক, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সহভাপতি আব্দুর রব হাওলাদার, মহসিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম।