4:11 pm , August 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে ইউনিফর্ম ও ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান করেছে বরিশাল শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষার হলে সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া স্ব-স্ব প্রতিষ্ঠানের নিজস্ব ইউনিফর্ম বা ড্রেস পরিধান করে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ‘আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। শুধু মাত্র পি অথবা প্রোগ্রামাবল লেখা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার হলে কলেজের নির্ধারিত পোশাক পরিধান করে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যে সব কলেজের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাক নেই সে কলেজের শিক্ষার্থীরা মার্জিত পোশাক পরিধান করে হলে প্রবেশ করবে।