4:11 pm , August 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে যেকোন নাশকতা প্রতিরোধে বরিশাল শহরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই দিনটিতে কোন ধরনের হুমকি না থাকলেও নগরীজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি বিশেষকে তল্লাশিসহ বিশেষ নজরধারী চলছে নগরীর সর্বত্র। এছাড়াও বিশেষ দিনটিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সাদা পোশাকধারী গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম। সব মিলিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল নগরীতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরিশাল মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, শোক দিবস উপলক্ষে আমাদের কর্ম পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। নগরীজুড়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থাকবে অতিরিক্ত টহল টিম। তিনি বলেন, যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিটের অতিরিক্ত কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও প্রতিটি থানায় নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে। পাড়া মহল্লায় বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে।