4:09 pm , August 14, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। পদ্ম সেতু খুলে দেয়ার পর থেকেই এই মৃত্যুর মিছিল অনেক লম্বা হচ্ছে। পদ্মা সেতু খুলে দেয়ার পর থেকেই বরিশাল-ঢাকা মহাসড়কে বেড়েছে দূরপাল্লার হাজারো পরিবহন। সেই তুলনায় একটুও বাড়েনি মহাসড়কের প্রশস্থতা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামিনী পাম্পের কাছাকাছি ট্রাক (বরিশাল -ঢ ৪১-০০২৬, মাহিন্দ্রা বরিশাল -থ-১১-১৩৭৬) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জানা গেছে নিহতের নাম আলী আকবর (৭০) তার বাড়ি উজিরপুর উপজেলায়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ পরিদর্শনে রয়েছেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা কাজ করছেন। আহত দু’জনকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ সহ উপস্থিত জনসাধারণের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল এ ঘটনায় সড়ক ও জনপদের নীরব ভূমিকা আসলেই রহস্য ঘেরা।