4:09 pm , August 14, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে নিয়ন্ত্রনহীন ডায়রিয়া পরিস্থিতির সামান্য কিছুটা উন্নতি হতে শুরু করলেও এখনো প্রতিদিন গড়ে দেড়শ নারী-পুরষ ও শিশু রোগী সরকারী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। বরিশাল অঞ্চলের সমাজ ব্যবস্থার সাথে ডায়রিয়া এখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে বলে মনে করছেন চিকিৎসকরা। গত সাড়ে ৭ মাসে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে প্রায় ৫০ হাজার রোগী ভর্তি হয়েছেন। এসময় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন আরো প্রায় সমসংখ্যক ডায়রিয়া রোগী। একই সাথে বেসরকারী হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও আরো অন্তত দ্বিগুন ডায়রিয়া রোগী ব্যবস্থাপত্র নিয়ে ঘরে চিকিৎসা নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে গত ১৫ দিনে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও গত দেড়মাসে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে প্রায় ৬ হাজার ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
গত বছর বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ৭০ হাজার ডায়রিয়া রোগী সরকারী হাসপাতালে ভর্তি হলেও আগের বছর সংখ্যাটা ছিল প্রায় ৭২ হাজার। তবে গত বছরের মত চলতি বছরও দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
এক সময়ে বিশুদ্ধ পানির সংকট এ অঞ্চলে ডায়রিয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হলেও এখন বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে ‘পথ খাবার’ ডায়রিয়া সহ সব ধরনের পেটের পীড়ার মূল উৎপত্তিস্থল বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল জনান, গত দুই দশকে দক্ষিণাঞ্চলে বিশুদ্ধ পানির সরবরাহ বহুগুন বেড়ে এখন প্রায় শতভাগ মানুষের দোড় গোড়ায় তা পৌঁছলেও গত ৩ বছর ধরে ডায়রিয়া যথেষ্ট উদ্বেগ ছড়াচ্ছে। এমনকি করোনা মহামারীর মধ্যে ২০২১ সালে ডায়রিয়া অনেকটা ভয়াবহ আকার ধারন করেছিল। গত বছরও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা হ্রাস না পেলেও কোন মৃত্যু ছিলনা । চলতি বছরও এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা গত বছরের প্রায় কাছাকাছি ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডায়রিয়া প্রতিরোধে শুধু বিশুদ্ধ পানি পানই নয়, মুখরোচক নি¤œমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিহারে সবাইকে সচেতন হবার আহবান জানান।
এদিকে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিনাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে যে প্রায় ৫০ হাজার ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন তারমধ্যে দ্বীপজেলা ভোলাই শীর্ষে। জেলাটিতে ইতোমধ্যে ডায়রিয়া আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার নারী-পুরুষ ও শিশু সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় ১১ হাজারের কাছাকাছি সংখ্যা নিয়ে পরের অবস্থান পিরোজপুরের। প্রায় ৮ হাজার ৭শ রোগী নিয়ে পটুয়াখালীর অবস্থান তিন নম্বরে। ৭ হাজারের ওপরে ডায়রিয়া রোগী নিয়ে বরিশাল রয়েছে ৪র্থ অবস্থানে। ৫ম স্থানের বরগুনাতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যাটা ৬ হাজারের কাছে। আর দক্ষিনাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতেও গত সাড়ে ৭ মাসে প্রায় ৫ হাজার ডায়রিয়া রোগী সরকারী হাসপাতাগুলোতে ভতির্ হয়েছেন।
বিভাগীয় পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, দক্ষিণাঞ্চলের প্রতিটি সরকারী হাসপাতালেই ডায়রিয়া রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত খাবার স্যালাইন ছাড়াও সব ধরনের এ্যান্টিবায়োটিক ক্যাপসুল ও সাসপেনশন মজুদ রয়েছে। তার মতে দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে ১ হাজার এমএল’এর প্রায় ৪৪ হাজার ব্যাগ ও ৫শ এমএল’এর ২২ হাজার ব্যাগ আইভি স্যালাইন মজুদ আছে। আরো পর্যাপ্ত সংখ্যক স্যালাইন ও ক্যাপসুল সহ বিভিন্ন ওষুধ প্রতিনিয়ত আসার পথে রয়েছে বলেও জানান তিনি।