আসামীর বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার আসামীর বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার - ajkerparibartan.com
আসামীর বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার

4:38 pm , August 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামীর বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, একটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত সফিজদ্দিন সরদারের ছেলে জাকির সরদারকে গ্রেপ্তারের জন্য শনিবার বিকেলে থানার এসআই কামাল হোসেন, এএসআই আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির ও ইমরান নাজির আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ ঘরে আত্মগোপন করে আসামী জাকির। অনেক চেষ্টার পর নিজ ঘর থেকে জাকির সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে জাকিরের ঘরে তল্লাশী চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT